
নমিনেশন জমা নেওয়া শুরু হয়ে গেলো। ৩য় বারের কার্যক্রম শুরু হলো বলা যায়। দেশীয় উদ্যোগজগত ও সামাজিক কার্যক্রমকে উদ্দীপ্ত করার প্রয়াস রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড এর তৃতীয় সিজনের কার্যক্রম অফিশিয়ালি শুরু হয়ে গেলো।
রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড এবারের আয়োজন আরো বড় কলেবরে হতে যাচ্ছে। তার জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। একটি অনলাইন ফরম ফিলাপ করতে হবে। বেশী কিছু নয়, আপনার ও আপনার উদ্যোগের কিছু ডিটেইলস এতে থাকবে। আমরা যেটা আশা করি সেটা হলো রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড শুধু ইয়ুথদের নয়, দেশীয় উদ্যোগপতিদের সিগনেচার ইভেন্ট হবে।
আজকে যিনি রাইজিং, কাল তিনি আরেকজনের জন্য পাইওনিয়ার হবেন। আসুন, পাইওনিয়ার হওয়ার পদযাত্রায়….
অংশগ্রহণকারীদের জন্য যা যা থাকছে:
- প্রত্যেক অংশগ্রহণকারী কে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে।
- যারা নোমিনেশন জমা দিবে তাদের প্রত্যেকের জন্য পার্সোনাল ব্র্যান্ডিংকে ফোকাস করে ব্যানার করা হবে।
- রাইজিং ইয়ুথ এ্যাওয়ার্ড প্রোগ্রাম এর টিকেট প্রদান করা হবে।
- উক্ত ইভেন্টে যা যা থাকছে – টিশার্ট, নোটবুক, কলম, সার্টিফিকেট, ক্যারিয়ার কথন ম্যাগাজিন, অংশগ্রহণকারীর ক্রেস্ট ও আরো অনেক কিছু
- নমিনেশন জমা দেওয়া থেকে টপ ১৫০ জনকে নিয়ে আলাদা প্রমোশনাল এক্টিভিটি করা হবে।
- প্রত্যেক ক্যাটাগরি থেকে ১ জনের জন্য থাকবে অ্যাওয়ার্ড , সার্টিফিকেট, মেডেল এবং আকর্ষণীয় কিছু গিফট সামগ্রী থাকবে।
- সেরাদের ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউট লাইভে একটি করে লাইভ প্রোগ্রামে সুযোগ দেওয়া হবে, এবং পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করা হবে।
- রেজিষ্ট্রেশনকারীদের সারাবছরব্যাপী ইয়ুথ দের বিভিন্ন প্রোগ্রাম ও প্রজেক্টের সাথে সংযুক্ত করা
- প্রতিটি ক্যাটাগরিতে টপ ৫ জনকে নিয়ে অনলাইন এক্টিভিটি করা
- রেজিস্ট্রেশন ফিঃ ১৫৫০ টাকা। বিকাশঃ ০১৭১৯৮৯৮৮৯২ (পার্সোনাল)
বিঃদ্রঃ টাকা পাঠানোর ২৪ ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। কনফার্মেশন মেইল পাবেন রেজিস্ট্রেশনের ২৪ ঘন্টার মধ্যে।