মনোনীতদের লিস্ট
Rising Youth Award , এটা একটা ছোট্ট পদক্ষেপ।
আমাদের ছোট ছোট কিন্তু সম্মিলিতভাবে বড় পরিসরের কাজগুলো মূল্যায়নের।
আমাদের মানে কাদের?
তাদের যারা দেশকে নিজের জায়গা থেকে সার্ভ করছে।
আমরা মানে তারা, যারা একটা সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখেছে। আমরা মানে তারা যারা দৃঢ়, আত্নপ্রত্যয়ী বাংলাদেশের স্বপ্ন দেখেছে, দেখে চলছে।
কেউ স্বাস্থ্যসেবায়, কেউ নারী জাগরণে, কেউ ফ্রিল্যান্সে, কেউ স্টার্টআপে, কেউ বিনোদন জগতে, কেউ সার্ভিস সেক্টরে।