তারুণ্যের জয়গানে তরুণদের জয়

তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও কর্মজীবীদের তাদের স্ব স্ব ইন্ডাস্ট্রিতে রাখা সফল অবদানকে সম্মানিত করতে, ২০২১ সাল থেকে Youth Career Institute আয়োজন করছে Rising Youth Award শীর্ষক এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান।

Rising Youth Award প্রাপ্ত সকলেই বাংলাদেশি তরুণ-তরুণী। তাঁদের কেউ স্বাস্থ্যসেবায়, কেউ নারী জাগরণে, কেউ ফ্রিল্যান্সে, কেউ স্টার্টআপে, কেউ বিনোদন জগতে আবার কেউ সার্ভিস সেক্টরে নিজেদের জায়গা থেকে দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। হাজার কাঠখড় পুড়িয়েও যারা হার না মেনে ছুটে চলেছেন সফলতার পেছনে আর স্বপ্ন দেখেছেন দৃঢ় ও আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গঠনের; YCI প্রতিবছর এমনই প্রায় অর্ধশতাধিক তরুণ-তরূণীদের Rising Youth Award প্রদান করে সম্মাননা দিয়ে থাকে।

 

আমাদের পার্টনার

Rising Youth Award একটি ছোট্ট পদক্ষেপ

Rising Youth Award এটা একটা ছোট্ট পদক্ষেপ। আমাদের ছোট ছোট কিন্তু সম্মিলিতভাবে বড় পরিসরের কাজগুলো মূল্যায়নের। আমাদের মানে কাদের? তাদের যারা দেশকে নিজের জায়গা থেকে সার্ভ করছে। আমরা মানে তারা, যারা একটা সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখেছে। আমরা মানে তারা যারা দৃঢ়, আত্নপ্রত্যয়ী বাংলাদেশের স্বপ্ন দেখেছে, দেখে চলছে।

কেউ স্বাস্থ্যসেবায়, কেউ নারী জাগরণে, কেউ ফ্রিল্যান্সে, কেউ স্টার্টআপে, কেউ বিনোদন জগতে, কেউ সার্ভিস সেক্টরে। এরা প্রত্যেকেই ইনডিভিজুয়াল, এরা সবাই মিলে বাংলাদেশ। বলা হয় তরুণরাই একটা দেশকে এগিয়ে নেয়। এগিয়ে দেয়।

এই দেয়া-নেয়ার প্রক্রিয়াতেই দেশে পালাবদল ঘটে। বদলে যাওয়ার পালাবদল। আমরা সেই পালাবদলে যারা মূল ভূমিকা রেখে চলেছেন তাদের মূল্যায়িত করবো এই Rising Youth Award দিয়ে।

আমরা চাই, পালাবদলে থাকুক আমাদেরও অবদান। সেই অবদান পুরস্কারেই হবে।

একটি দেশ, অযুত তরুণ, লাখো স্বপ্ন

যেভাবে বিজয়ী নির্বাচন করা হবে

আবেদন ও শর্টলিস্ট

- আগ্রহীদের জন্য অনলাইন আবেদনের ব্যবস্থা
- মূল্যায়নের পর জুরি বোর্ড আবেদনকারীদের শর্টলিস্ট করবেন ক্রাইটেরিয়া অনুযায়ী

শ্রেষ্ঠ ৫ নির্বাচন

- আবেদনকারীর সাক্ষাৎকার, প্রেজেন্টেশন এবং আরো যা লাগতে পারে জুরি বোর্ড তা চাইতে পারে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়েই ' টপ ফাইভ ' সিলেক্ট করা হবে।

চূড়ান্ত বিজয়ী

- অনলাইন ভোট মুলত টপ ফাইভ সিলেক্ট করার জন্য নেয়া হবে। সকল ধাপ ও জুরি বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত মিলিয়ে বিজয়ী ঘোষিত হবে।

অ্যাওয়ার্ড ক্যাটাগরি

রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ডের গত আসর

রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ডের প্রথম ও দ্বিতীয় আসরের বিজয়ী ও অতিথিদের কিছু স্মরণীয় মুহুর্ত